হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানের বাড়িতে ঢুকে পুলিশের ভাঙচুর-গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কে বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর করেছে এবং পিটিআইয়ের ২০ জনেরও বেশি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ইমরান খান ইসলামাবাদের আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও জিও টিভি।

জিও টিভি জানিয়েছে, আজ শনিবার সকালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের আগে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা ১৪৪ ধারা উপেক্ষা করে লাহোরে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হন। তারা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেন। তখন পুলিশের সঙ্গে পিটিআই নেতা কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। 

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পুলিশ বুলডোজার নিয়ে ইমরান খানের বাড়ির প্রধান ফটক ধরে ভেতরে প্রবেশ করছে। পিটিআই নেতা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ পিটিআইয়ের কর্মীকে গ্রেপ্তার করছে। 

পুলিশ অভিযোগ করে বলেছে, পিটিআই কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও পেট্রোল বোমা ছুড়েছে। 

এর আগে গতকাল শুক্রবার ইমরানের বাড়ি তল্লাশির জন্য পুলিশ প্রশাসন ও পিটিআইয়ের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। সমঝোতায় বলা হয়েছিল, পুলিশের তদন্ত ও তল্লাশিতে সহযোগিতা করবে পিটিআই। এ ছাড়া, গত ১৪ ও ১৫ মার্চ দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তেও সহযোগিতা এবং জনসমাবেশ আয়োজনের আগে পুলিশকে জানানোর আশ্বাস দিয়েছিল দলটি। 

অন্যদিকে, সরকার ইমরান খানের নিরাপত্তার জন্য প্রণীত নির্দেশিকা বাস্তবায়ন করবে এবং দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার জন্য অনুরোধ জানাবে বলেও সমঝোতায় বলা হয়েছে।

জিও নিউজ আরও জানিয়েছে, আজ সকালে ইমরান খান বাড়ি ছেড়ে বেরোনোর পরপরই পিটিআই কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। দলটির শেয়ার করা ভিডিওতে জামান পার্কের ভেতর পিটিআই কর্মীদের ওপর পুলিশকে বেধড়ক লাঠিপেটা করতে দেখা গেছে।

এক টুইটার পোস্টে ইমরান বলেছেন, ‘আমি জানি, তারা আমাকে গ্রেপ্তার করবে। তবু আমি আদালতে যাচ্ছি।’ 

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোন আইনে তারা আমার বাড়িতে হামলা চালিয়েছে, আমি জানি না। বাড়িতে আমার স্ত্রী (বুশরা বেগম) একা রয়েছেন।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন