হোম > বিশ্ব > পাকিস্তান

পাঞ্জাবে ধরাশায়ী শাহবাজ পরিবার, নতুন মুখ্যমন্ত্রী পিটিআইয়ের পারভেজ এলাহি 

পাকিস্তানের রাজনীতিতে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে চলেছে। কেন্দ্র এবং একাধিক প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পতন ঘটেছে মাসখানেক আগেই। কায়েম হয়েছিল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) আধিপত্য। তবে এবার মুসলিম লীগকে (নওয়াজ) হটিয়ে দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের ক্ষমতায় ফের আসীন হয়েছে পিটিআই। 

নির্বাচনের ফল নিয়ে নানা নাটকীয়তার পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ এলাহি। স্থানীয় সময় গত মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে তাঁর প্রাসাদে এলাহিকে নতুন মুখ্যমন্ত্রীর শপথ পাঠ করান। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাবে গত শুক্রবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোট পান এলাহি। তবে পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি এক রুলিংয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী ঘোষণা করেন। তবে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল রাতে দোস্ত মোহাম্মদ মাজারির রুলিং বাতিল করে দেন। ফলে পারভেজ এলাহি জয়ী হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।

আদালত স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় পারভেজ এলাহিকে শপথ পড়ানোর জন্য পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমানকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশে বলা হয়েছিল, গভর্নর এই দায়িত্ব পালন করতে না পারলে পাকিস্তানের প্রেসিডেন্ট শপথ পাঠ করাবেন। তাই বালিগ-উর-রহমান শপথ না পড়ানোয় প্রেসিডেন্ট আরিফ আলভি বিশেষ বিমানে পারভেজ এলাহিকে ইসলামাবাদে আনিয়ে শপথ পাঠ করান।

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ