হোম > বিশ্ব > পাকিস্তান

পাঞ্জাবে ধরাশায়ী শাহবাজ পরিবার, নতুন মুখ্যমন্ত্রী পিটিআইয়ের পারভেজ এলাহি 

পাকিস্তানের রাজনীতিতে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে চলেছে। কেন্দ্র এবং একাধিক প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পতন ঘটেছে মাসখানেক আগেই। কায়েম হয়েছিল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) আধিপত্য। তবে এবার মুসলিম লীগকে (নওয়াজ) হটিয়ে দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের ক্ষমতায় ফের আসীন হয়েছে পিটিআই। 

নির্বাচনের ফল নিয়ে নানা নাটকীয়তার পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ এলাহি। স্থানীয় সময় গত মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে তাঁর প্রাসাদে এলাহিকে নতুন মুখ্যমন্ত্রীর শপথ পাঠ করান। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাবে গত শুক্রবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোট পান এলাহি। তবে পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি এক রুলিংয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী ঘোষণা করেন। তবে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল রাতে দোস্ত মোহাম্মদ মাজারির রুলিং বাতিল করে দেন। ফলে পারভেজ এলাহি জয়ী হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।

আদালত স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় পারভেজ এলাহিকে শপথ পড়ানোর জন্য পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমানকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশে বলা হয়েছিল, গভর্নর এই দায়িত্ব পালন করতে না পারলে পাকিস্তানের প্রেসিডেন্ট শপথ পাঠ করাবেন। তাই বালিগ-উর-রহমান শপথ না পড়ানোয় প্রেসিডেন্ট আরিফ আলভি বিশেষ বিমানে পারভেজ এলাহিকে ইসলামাবাদে আনিয়ে শপথ পাঠ করান।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন