হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা হামলা, নিহত ৩

পাকিস্তানে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে নিহত হয়েছেন আরও ৫০ জন।   আজ বৃহস্পতিবার দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

বাহাওয়ালনগরের  একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন,  আমরা তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি এবং ৫০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মানুষজন।

বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনও এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।  আশুরার মিছিল উপলক্ষে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরের মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসলামের খিলাফত নিয়ে দ্বন্দ্বের জেরে ৬৮০ খ্রিষ্টাব্দে আরবি মহররম মাসে ইরাকের কারবালা প্রান্তরে খিলাফত দাবিদার ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল মহানবীর দৌহিত্র ইমাম হোসেন (রঃ) নেতৃত্বাধীন বাহিনীর। মহররমের ১০ তারিখ বা আশুরার দিন যুদ্ধে নির্মমভাবে নিহত হন ইমাম হোসেন (রঃ)।  এই দিনটিকে শিয়া মুসলিমরা অনেক ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ২০ শতাংশ শিয়া মুসলিম।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন