হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি তালেবানের হামলায় ৪ সেনা নিহত

পাকিস্তানি তালেবানের হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির পর এটি পাকিস্তানি তালেবানের সবচেয়ে ভয়াবহ হামলা।

পাকিস্তান সেনা বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানে মীর আলী শহরে নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান চালানোর সময় বন্দুকযুদ্ধ হয়। এ সময় এক সন্ত্রাসীকে গোলা বারুদসহ গ্রেপ্তার করা হয়েছে। 

 তেহরিক-এ-তালেবান পাকিস্তানের (টিটিপি) পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাতে তাদের পালটা হামলায় পাকিস্তানের সাত সেনা নিহত হয়েছেন। তবে তাদের কোনো সদস্যের ক্ষতি হয়নি।  

আলাদা একটি ঘটনায় আজ শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টিটিপির দুই সদস্যকে বন্দুকযুদ্ধে মারা গেছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে এ নিয়ে টিটিপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার মাধ্যমে পশ্চিমা বিশ্বে পরিচিতি পায় টিটিপি। রয়টার্সের তথ্যমতে, টিটিপির একের পর এক আত্মঘাতী হামলা ও বোমা হামলায় এরই মধ্যে পাকিস্তানের কয়েক হাজার সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান