হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি তালেবানের হামলায় ৪ সেনা নিহত

পাকিস্তানি তালেবানের হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির পর এটি পাকিস্তানি তালেবানের সবচেয়ে ভয়াবহ হামলা।

পাকিস্তান সেনা বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, উত্তর ওয়াজিরিস্তানে মীর আলী শহরে নিরাপত্তারক্ষী বাহিনী অভিযান চালানোর সময় বন্দুকযুদ্ধ হয়। এ সময় এক সন্ত্রাসীকে গোলা বারুদসহ গ্রেপ্তার করা হয়েছে। 

 তেহরিক-এ-তালেবান পাকিস্তানের (টিটিপি) পক্ষ থেকে বলা হয়, গত বুধবার রাতে তাদের পালটা হামলায় পাকিস্তানের সাত সেনা নিহত হয়েছেন। তবে তাদের কোনো সদস্যের ক্ষতি হয়নি।  

আলাদা একটি ঘটনায় আজ শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে টিটিপির দুই সদস্যকে বন্দুকযুদ্ধে মারা গেছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে এ নিয়ে টিটিপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে হত্যাচেষ্টার মাধ্যমে পশ্চিমা বিশ্বে পরিচিতি পায় টিটিপি। রয়টার্সের তথ্যমতে, টিটিপির একের পর এক আত্মঘাতী হামলা ও বোমা হামলায় এরই মধ্যে পাকিস্তানের কয়েক হাজার সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ