হোম > বিশ্ব > পাকিস্তান

এবার পাকিস্তানের সংসদের স্পিকারের বিরুদ্ধে অনাস্থা

পাকিস্তানের বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল এবার দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। গতকাল শনিবার তারা এই প্রস্তাব পেশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য আয়াজ সাদিক, খুরশিদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফের শাহিদা আখতার আলীসহ বিরোধী দলগুলোর শতাধিক আইনপ্রণেতা ইতিমধ্যে এই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন। 

স্পিকার আসাদ কায়সারের পদ থেকে অপসারণের প্রস্তাবটি পাকিস্তানের সংবিধানের ৫৩ অনুচ্ছেদের ধারা-৭-এর অধীন। 

এদিকে পিপিপির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো-জারদারি এ ঘটনাকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী ইমরান খান ও স্পিকারকে ট্যাগ করেছেন তিনি এবং অনাস্থা প্রস্তাবের একটি অনুলিপিও ছবি আকারে সংযুক্ত করেছেন। 

এর আগে গত মার্চ মাসে বিরোধীরা স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ মন্তব্যের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নেয়।

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান