হোম > বিশ্ব > পাকিস্তান

এবার পাকিস্তানের সংসদের স্পিকারের বিরুদ্ধে অনাস্থা

পাকিস্তানের বিরোধী দলের সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল এবার দেশটির জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছে। গতকাল শনিবার তারা এই প্রস্তাব পেশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য আয়াজ সাদিক, খুরশিদ শাহ, পিপিপির নাভিদ কামার এবং জেইউআই-এফের শাহিদা আখতার আলীসহ বিরোধী দলগুলোর শতাধিক আইনপ্রণেতা ইতিমধ্যে এই প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেছেন। 

স্পিকার আসাদ কায়সারের পদ থেকে অপসারণের প্রস্তাবটি পাকিস্তানের সংবিধানের ৫৩ অনুচ্ছেদের ধারা-৭-এর অধীন। 

এদিকে পিপিপির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো-জারদারি এ ঘটনাকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী ইমরান খান ও স্পিকারকে ট্যাগ করেছেন তিনি এবং অনাস্থা প্রস্তাবের একটি অনুলিপিও ছবি আকারে সংযুক্ত করেছেন। 

এর আগে গত মার্চ মাসে বিরোধীরা স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম খান সুরির বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ মন্তব্যের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নেয়।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড