ছেলে না হওয়ায় নবজাতক কন্যাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক পাকিস্তানি বাবার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি শহরে গত রোববার নবজাতক কন্যাকে ৫ বার গুলি করেন শাহজেব খান নামের এক বাবা। পরে বুধবার ওই বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগকারীদের বরাত দিয়ে মিয়ানওয়ালি শহরের মুখপাত্র জারার খান বলেন, কয়েকদিন আগে ওই লোক জানিয়েছিলেন যে তিনি ছেলে চান। তার স্ত্রীও নিশ্চিত করেছেন যে একটি কন্যা সন্তান হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন।