হোম > বিশ্ব > পাকিস্তান

হাইকোর্টে আপিল খারিজ, নির্বাচনে এখনো অযোগ্য ইমরান খান

তোশাখানা দুর্নীতি মামলায় দেওয়া তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এই রায়ের বিরুদ্ধে আগামীকাল সুপ্রিম কোর্টে আবেদন করবে পিটিআই। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানান হয়।

৮ ফেব্রুয়ারি নির্ধারিত প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার ঠিক একদিন আগে এলো পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আপিল খারিজের রায়। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ইমরানের সামনে বাঁধা এখনো দূর হয়নি।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টের আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে আছেন ৭০ বছর বয়সী ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর গত ৫ আগস্ট ইমরান খানকে কারারুদ্ধ করা হয়। সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।

তবে বরাবরই সকল অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে অযোগ্য ঘোষিত হওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি।

সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট দিয়ে ইমরানের আইনজীবী এবং আইন বিষয়ক মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা বলেন, তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তার অযোগ্যতা বহাল থাকল।

অন্য একটি পোস্টে নাঈম হায়দার পাঞ্জুথা বলেছেন, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামীকাল শুক্রবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন জানাবে।

অন্যান্য মামলার পাশাপাশি ইমরান খানকে গত ১৩ ডিসেম্বর রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার মামলায় নির্দোষ সাব্যস্ত করা হয়—যার মাধ্যমে তার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেড়ে গিয়েছিল।

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি গোপন তারবার্তা পাঠান ইসলামাবাদে। কিন্তু ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর তার বিরুদ্ধে সেই তারবার্তা ফাঁস করার অভিযোগ তুলে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে এ মামলা করা হয়।

ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই ভোটে প্রধান প্রতিপক্ষ হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দলের মুখোমুখি হবে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন