হোম > বিশ্ব > পাকিস্তান

তালেবান কাশ্মীর এনে দেবে, দাবি ইমরানের দলের নেত্রীর

তালেবানের সাহায্যেই ভারতের হাত থেকে কাশ্মীরকে স্বাধীন করবে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর এক নেত্রী এমনই বিতর্কিত দাবি করে বসেছেন। টিভিতে এক অনুষ্ঠানে এমনই কথা বলতে শোনা যায় তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

নিলাম ইরশাদ শেখ নামের ওই নেত্রী বলেন, তালেবান বলেছে ওরা আমাদের সঙ্গে আছে। কাশ্মীরকে স্বাধীন করতে আমাদের সাহায্যও করবে। 

ওই ভিডিওর ক্লিপ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালক ইমরানের দলের নেত্রীর এমন কথা শুনে তাঁর কাছে জানতে চাইছেন, এমন তথ্য তিনি কোথায় পেয়েছেন। ওই সঞ্চালক বলেন, ম্যাডাম, আপনি কি জানেন আপনি কী বললেন! আপনার কোনো ধারণা নেই। এই শোটা সারা পৃথিবীর মানুষ দেখবেন। ভারতেও এটি দেখা যাবে। 

এরপর ওই নারী নেত্রী বলতে থাকেন, পাক সেনার শক্তি রয়েছে কাশ্মীরকে ভারতের থেকে স্বাধীন করার। সেই সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ‘সুযোগ্য’ নেতৃত্বের কথাও বলতে দেখা যায় তাঁকে।

যদিও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়। 

গত ১৫ আগস্ট আফগানিস্তান নতুন করে দখল করে তালেবান। অভিযোগ উঠেছে, পাকিস্তান সাহায্য করছে আফগানিস্তানে বর্তমান এই শাসকগোষ্ঠীকে। 

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার