হোম > বিশ্ব > পাকিস্তান

মোদিকে টেলিভিশন বিতর্কে আসার আহ্বান ইমরান খানের  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিভিশন বিতর্কের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের মধ্যকার বিরোধ মেটাতে আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

 ৭৫ বছর আগে স্বাধীন হওয়ার পর থেকেই পরমাণু শক্তিধর এই দেশ দুটি এরই মধ্যে পরস্পরের বিরুদ্ধে তিনটি যুদ্ধে লড়েছে। এ ছাড়া স্বাধীনতার পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের দাবিতে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব জড়িয়ে রয়েছে এই দেশ দুটি। 

রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে টিভি বিতর্ক করতে ভীষণভাবে আগ্রহী আমি এবং যদি বিতর্কের মাধ্যমে দুই দেশের পার্থক্যগুলো সমাধান করা যায় তা উপমহাদেশের কয়েক’শ কোটি মানুষের জন্য উপকারী হবে।’ 

ইমরান খান আরও বলেন, ‘দিনকে দিন ভারত পাকিস্তানের জন্য শত্রুভাবাপন্ন দেশ হয়ে ওঠায় দেশটির সঙ্গে বাণিজ্য শূন্যের কোটায় নেমে গেছে।’ 

তিনি আরও বলেন, ‘তাঁর সরকার সকল দেশের সঙ্গে কার্যকর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার নীতির ওপর জোর দেয়।’ 

তবে বিতর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। 

এর আগে পাকিস্তানের শীর্ষ বাণিজ্যিক কর্মকর্তা রাজ্জাক দাউদও ইমরান খানের অনুরূপ মন্তব্য করেছিলেন। সংবাদমাধ্যমের কাছে দাউদ বলেছিলেন, তিনি ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করার পক্ষপাতী, যা উভয় পক্ষের জন্যই উপকার বয়ে আনবে। 

ইমরান খানের এই মন্তব্যটি এমন এক সময়ে এল যখন তিনি রাশিয়া সফরে যাওয়ার একেবারে শেষ সময়ে রয়েছেন। মস্কো সফরকালে ইমরান খান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। বিগত দুই দশকের মধ্যে কোনো পাকিস্তানি নেতার রাশিয়ায় প্রথম সফর এটি। 

চলমান ইউক্রেন সংকট শুরু আগেই রাশিয়া ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য দুই দিনের এ সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে সংকট শুরুর পর সে প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এটি আমাদের উদ্বেগের বিষয় নয়। রাশিয়ার সঙ্গে আমাদের যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে আমরা তা শক্তিশালী করতে চাই।’ 

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান