হোম > বিশ্ব > পাকিস্তান

শুধুমাত্র যুদ্ধের আবর্জনা সরানোর জন্য পাকিস্তানকে কার্যকর মনে করে যুক্তরাষ্ট্র: ইমরান খান 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শুধুমাত্র যুদ্ধের আবর্জনা সরানোর জন্য পাকিস্তানকে কার্যকর মনে করে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে নিজ বাড়িতে বিদেশি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এ অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

সাক্ষাৎকারে ইমরান খান বলেন, দীর্ঘ ২০ বছরের আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর রেখে যাওয়া ‘আবর্জনা’ সরানোর জন্যই শুধুমাত্র পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাষ্ট্র।

আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার সম্পন্ন হবে। সেনা সরানোর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানের একের পর একে এলাকা দখল শুরু করে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।  

মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, আগামী ৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে দিতে পারে তালেবান। যদি সরকারি বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে ৯০ দিনের মধ্যে অঞ্চলটির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে তারা। আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার ও বেশ কয়েকটি পশ্চিমা সরকার মনে করে, পাকিস্তানের সমর্থনের কারণেই যুদ্ধের আবহাওয়া সৃষ্টি করছে তালেবান। তবে ইমরান সরকার দাবি করছে, আফগানিস্তানের কোনো পক্ষকেই সমর্থন করছে না পাকিস্তান সরকার।

ইমরান খান বলেন, আমার মনে হয় ভারতকে এখন কৌশলগত সহযোগী মনে করে যুক্তরাষ্ট্র। এ জন্যই তারা পাকিস্তানের সঙ্গে ভিন্ন আচরণ করছে। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা কঠিন বলে মনে করেন ইমরান খান। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের কোনো সেনাঘাঁটি পাকিস্তানে থাকুক এটি ইসলামাবাদ চায় না। 

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান