হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল সিন্ধু নদের তীরে, নিহত ২০

পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। আজ শুক্রবার ভোরে গিলগিত-বালতিস্তান প্রদেশের কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে দিয়ামার জেলার কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটে। 

দিয়ামার জেলার উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তা বলেন, বেসরকারি মালিকানাধীন বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়াম জেলার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেটি গুনার ফার্মের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ধু নদের তীরে গিয়ে পড়ে।

গিলগিত-বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারুকি জানান, বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন। নিহত ২০ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি। 

প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান একজন উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে। 

এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পৃথক বিবৃতিতে শোক প্রোশ করেছেন। তাঁরা হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন