হোম > বিশ্ব > পাকিস্তান

দলের নেতাদের ‘ভোটের ভাবে’ থাকতে বললেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনফাসের (পিটিআই) প্রধান ইমরান খান নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে দর-কষাকষির পাশাপাশি নিজ দলের নেতাদের নির্বাচনী এলাকায় গিয়ে রাজনৈতিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার পিটিআই নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের তৎপরতা দেখে মনে হচ্ছে ‘যেন নির্বাচন শুরু হয়ে গেছে’! গতকাল রাওয়ালপিন্ডি বিভাগের পিটিআই সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ইমরান নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আগাম নির্বাচন ইস্যুতে জনসমর্থন আদায় করতে হবে। এর জন্য প্রতিবাদ সমাবেশগুলো অব্যাহত রাখা দরকার। পাশাপাশি সরকারকেও ‘‘চাপের মধ্যে’’ রাখতে হবে।’

বৈঠকে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া নিয়েও ইমরান খান নিজ দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। একটি সূত্র ডনকে জানিয়েছে, সংসদ সদস্যের পদ থেকে যখনই তাঁদের পদত্যাগ করতে বলা হবে, তখনই তাঁরা পদত্যাগ করবেন বলে দলীয় প্রধানকে আশ্বস্ত করেছেন রাওয়ালপিন্ডির সংসদ সদস্যরা।

সূত্রটি আরও জানিয়েছে, প্রথমে পাঞ্জাব সাধারণ পরিষদ এবং দ্বিতীয় ধাপে খাইবার পাখতুনখাওয়া সাধারণ পরিষদ ভেঙে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ইমরান খান। তবে বিধায়কেরা বলেছেন, পর্যায়ক্রমে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া পিটিআইয়ের উচিত হবে না। এর পরিবর্তে আগাম নির্বাচনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা উচিত বলে মত দিয়েছেন তাঁরা।

বৈঠকের অন্য একটি সূত্র ডনকে বলেছে, পাঞ্জাব পরিষদ ভেঙে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ইমরান খান সংসদ সদস্যদের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যেতে এবং ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে বলেছেন।

এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইটারে বলেছিলেন, পিডিএম সরকার আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের চূড়ান্ত পরিকল্পনা উপস্থাপন না করলে পিটিআই পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার বিধানসভা ভেঙে দেবে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড