হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, ১৭ জন নিহত, আহত ৮৩ 

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকার একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ৮৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘৮৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

বিস্ফোরণকবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের কারণে মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

ডনের সংবাদদাতা জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। 

মসজিদটিতে আগে থেকেই বোমা রাখা ছিল নাকি এটি কোনো আত্মঘাতী হামলা, তা এখনো জানা যায়নি। পুলিশ ওই এলাকাকে রেড জোন ঘোষণা করেছে এবং সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। 

এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে এ রকম বড় ধরনের আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছিল। সেই হামলায় ৬৩ জন নিহত হয়েছিলেন। 

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান