হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বিস্ফোরণ, ১৭ জন নিহত, আহত ৮৩ 

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন এলাকার একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ৮৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘৮৩ জন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

বিস্ফোরণকবলিত এলাকাটি সম্পূর্ণ ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে শুধু অ্যাম্বুলেন্স প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের কারণে মসজিদটির একটি অংশ ধসে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

ডনের সংবাদদাতা জানিয়েছেন, জোহরের নামাজ পড়ার সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। 

মসজিদটিতে আগে থেকেই বোমা রাখা ছিল নাকি এটি কোনো আত্মঘাতী হামলা, তা এখনো জানা যায়নি। পুলিশ ওই এলাকাকে রেড জোন ঘোষণা করেছে এবং সেখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। 

এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে এ রকম বড় ধরনের আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছিল। সেই হামলায় ৬৩ জন নিহত হয়েছিলেন। 

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান