হোম > বিশ্ব > পাকিস্তান

নির্বাচন বাতিলের বিষয়ে সোমবার সিদ্ধান্ত দেবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইসহ বেশ কয়েকটি ছোট দল। নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২ আসনে জয় লাভ করেছেন। তবে জোট গঠনের মাধ্যমে দেশটির সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে ৭৫ আসনে জয় পাওয়া নওয়াজ শরিফের পিএমএল-এন। 

উদ্ভূত এমন পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার নির্বাচন বাতিল ও অবৈধ ঘোষণা করার একটি আবেদনের ওপর শুনানি করবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুনানির জন্য দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা তিন সদস্যের একটি বেঞ্চের নেতৃত্ব দেবেন। এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মুহাম্মাদ আলী মাজহার ও বিচারপতি মুশারাত হিলালি। 

এ বিষয়ে আজ শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট ডাকাতি ও প্রতারণার অভিযোগ তুলে আলী খান নামে পাকিস্তানের একজন নাগরিক নির্বাচন বাতিল ও অকার্যকর ঘোষণা করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন। শুধু তা-ই নয়, নির্বাচন বাতিল করে আগামী ৩০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিশ্বাসযোগ্যতার জন্য বিচার বিভাগের হস্তক্ষেপ ও নজরদারির আবেদনও করেন আলী খান। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নাগরিকের ওই পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনে স্থগিতাদেশও চাওয়া হয়েছে। 

নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিভিন্ন পক্ষ। এই অভিযোগে ইমরান খানের নির্দেশে আগামীকাল শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন