সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার চেষ্টা ঘিরে পাকিস্তানে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। তবে গ্রেপ্তারের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইমরান। একই সঙ্গে গ্রেপ্তারের চেষ্টাকে সম্পূর্ণ বেআইনি বলছেন তিনি।
ইমরান বলেন, ‘আইন অনুযায়ী ১৮ মার্চ পর্যন্ত আমি জামিনে আছি। কিন্তু চার দিন আগেই পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। আমার আইনজীবীরা আদালতে এ গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন।’
সাবেক এই পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি মানসিকভাবে প্রস্তুত যে আমাকে কারাগারে রাত কাটাতে হচ্ছে। আমি জানি না কত রাত থাকতে হবে, তবে আমি মানসিকভাবে প্রস্তুত।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রি করার অভিযোগে গত সোমবার ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের নির্দেশের পর এদিনই ইসলামবাদ পুলিশের একটি দল ইমরান খানকে গ্রেপ্তার করতে লাহোরে পৌঁছায়।