হোম > বিশ্ব > পাকিস্তান

যারা খুন করতে চায় তাদের নাম রেকর্ড করে রেখেছি: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও তাঁর জীবন সংশয়ের কথা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল শনিবার শিয়ালকোটে নিজ দলের এক জনসভায় ইমরান খান বলেছেন, ‘ওরা আমাকে দীর্ঘদিন ধরে হত্যার ষড়যন্ত্র করছে। যারা আমাকে খুন করতে চায় তাদের সবার নাম উল্লেখ করে একটি ভিডিও তৈরি করে রেখেছি।’ ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

ইমরান খান বলেন, ‘আমি জানি, আমাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাই একটি ভিডিও রেকর্ড করে নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছি। আমার কিছু হলে এই ভিডিও জাতির সামনে প্রকাশ করা হবে। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের সবার নাম ওই ভিডিওতে বলে দিয়েছি।’ 

ক্ষমতাবানদের কখনোই বিচার হয় না উল্লেখ করে ইমরান খান আরও বলেন, ‘আমি এই ভিডিও তৈরি করেছি, কারণ এ দেশে ক্ষমতাবানদের কখনোই আইনের আওতায় আনা হয় না। তারা সব সময় মুক্ত থাকে। শুধু দুর্বলদেরই বিচার করা হয়। তাই আমি একটি ভিডিও রেকর্ড করেছি, যাতে জাতি জানতে পারে কারা ছিল আমার হত্যার পেছনে।’ 

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয়, তখন পিটিআইয়ের নেতা ফয়সাল ভাওদা প্রথম ইমরান খানের জীবনের জন্য কথিত হুমকির কথা বলেছিলেন। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একটি বেসরকারি টিভি চ্যানেলে বলেছেন, ‘জনগণের সহানুভূতি পেতে ইমরান খান এখন ভুয়া গালগল্প বানাচ্ছেন। এই লোকটি (ইমরান খান) প্রায় চার বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু কিছুই শিখতে পারেননি। এখন বলছেন আমেরিকা এবং বিরোধীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাকিস্তানের রাজনীতিতে এই পাগলের কোনো স্থান নেই।’ 

পাকিস্তানে একটি আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নির্বাচন সামনে রেখে ইমরান খান তাঁর দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন সমাবেশের ভাষণে এবং সাক্ষাৎকারে অভিযোগ করে বলছেন, বিদেশি শক্তির সহযোগিতায় বিরোধীরা তাকে ক্ষমতাচ্যুত করেছে। তবে পাকিস্তান সরকার তাঁর দাবি খারিজ করে দিয়েছে। সম্প্রতি অন্য এক বক্তৃতায় ইমরান খান বলেছেন, ‘চোরদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেয়ে পারমাণবিক বোমা ফেলাই ভালো।’ 

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান