হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি তালেবানের হামলায় ১৫ সেনা নিহত

জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান বা পাকিস্তানি তালেবানের হামলায় কমপক্ষে ১৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পাকিস্তানি সেনাদের ওপর আচমকা হামলা চালায় তালেবান জঙ্গিরা। তাদের গোলাবর্ষণে পাকিস্তানি ক্যাপ্টেন আবদুল বাসিতসহ ১৫ জন সেনা নিহত হন। তবে এই সংবাদ নিয়ে পাকিস্তানি সেনা ও সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়, সেনাদের সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে পাকিস্তানি সেনারা।

প্রসঙ্গত, ২০০৭ সালে তেহরিক-ই-তালেবান জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠা করেছিলেন বায়তুল্লাহ মেহসুদ। আফগান তালেবানের সঙ্গে সম্পর্ক থাকলেও অনেকটা স্বতন্ত্রভাবে কাজ করেন তাঁরা।

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান