হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা হামলা, নিহত ৩৯ 

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এক রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আজ রোববার প্রদেশের বাজাউর জেলায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এবং পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) জনসভায় এই বোমা হামলার ঘটনা ঘটে। বাজাউর জেলার জরুরি বিভাগের কর্মকর্তা সাদ খান বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক গভর্নর হাজি গোলাম আলী এএফপিকে বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা হাসপাতালে যে কয়জনকে পেয়েছি তার মধ্যে ৩৯ জন নিহত, আহত ১২৩ জন। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা খুবই সংকটাপন্ন।’ 

এই হামলায় জেইউআই-এফের শীর্ষস্থানীয় নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও নিহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ডনের সাংবাদিক জানিয়েছেন, স্থানীয় কয়েকজন সাংবাদিকও এই হামলায় আহত হয়েছেন। 

এদিকে, বাজাউর জেলার স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল খান বলেছেন, হামলায় নিহতের সংখ্যা ৪৫। তিনি জানিয়েছেন, আহতের সংখ্যা ১৫০। আহতদের বাজাউর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থদের সেনাবাহিনীর হেলিকপ্টারে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। 
 
রহিম শাহ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, সব মিলিয়ে পাঁচ শতাধিক লোক জমিয়ত উলেমা ইসলাম-ফজলের জনসভায় যোগ দিয়েছিলেন। যখন বিস্ফোরণ ঘটে তখন সভায় একজন ধর্মীয় বক্তা বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ‘আমি বিস্ফোরণের শব্দে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখতে পাই চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে।’

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন