হোম > বিশ্ব > পাকিস্তান

ইসলামাবাদে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ধসে পড়ল দেয়াল, নিহত ১১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেয়াল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আজ বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে ঘটনাস্থলে ব্যাপক পানি জমে যায়। পরে আগে থেকেই দুর্বল হয়ে থাকা দেয়ালটি ধসে পড়ে যায়। 

স্থানীয় পুলিশের সুপারিনটেনডেন্ট খান জেব জানিয়েছে, অত্যাধুনিক সরঞ্জামাদির সাহায্যে ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জেব জানান, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বলে সন্দেহ করায় এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। 

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) নির্বাহী পরিচালক ড. ইমরান সিকান্দারের মুখপাত্র ডা. মোবাশ্বির দাহা জানিয়েছেন, নিহতদের প্রায় সবাই শ্রমিক। তাঁদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ডা. দাহা আরও বলেন, ছয়জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিরাও আশঙ্কামুক্ত। 

ঘটনার পর পিমস হাসপাতাল কর্তৃপক্ষ সব চিকিৎসক ও প্যারামেডিকেল স্টাফদের সতর্ক অবস্থায় রেখেছে। এ বিষয়ে ডা. দাহা বলেন, ‘পিমস প্রশাসন তীব্র বৃষ্টিপাতের পরে সম্পূর্ণ সতর্ক রয়েছে। যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় হাসপাতালের কর্মীরা প্রস্তুত।’ 

ইসলামাবাদ পুলিশের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন একটি বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে শ্রমিকেরা একটি তাঁবুতে অবস্থান করছিলেন। পরে সেখানে দেয়ালটি ধসে পড়লে ১১ জন নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকেরা শহরের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে একটি আন্ডারপাস নির্মাণের কাজ করছিলেন।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন