হোম > বিশ্ব > পাকিস্তান

অবিলম্বে নির্বাচন চান ইমরান খান

পাকিস্তানে অবিলম্বে নির্বাচন চেয়েছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার শাহবাজ শরীফ পাকিস্তানের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একটি টুইট বার্তায় ইমরান এমনটি বলেন। 

 টুইট বার্তায় পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান বলেন, জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে, তারা কাকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে চায়। আগামী বুধবার পেশোয়ারে একটি র‍্যালি করা হবে বলেও টুইটে জানান ইমরান খান। 

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে নির্বাচনের দাবি করছি, কারণ এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। বুধবার আমি এশার পরে পেশোয়ারে একটি র‍্যালি করব। বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শাসন পরিবর্তনের পর আমার প্রথম র‍্যালি। আমি চাই আমাদের সব মানুষ আসুক, কারণ পাকিস্তান একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে  তৈরি হয়েছিল। বিদেশি শক্তির পুতুল রাষ্ট্র হিসেবে  নয়।’ 

গত শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে ৩৪২ ভোটের মধ্যে ১৭৪টি অনাস্থা ভোটের পক্ষে পড়ে। আর এতেই প্রথম কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া