পাকিস্তানে অবিলম্বে নির্বাচন চেয়েছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল সোমবার শাহবাজ শরীফ পাকিস্তানের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একটি টুইট বার্তায় ইমরান এমনটি বলেন।
টুইট বার্তায় পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান বলেন, জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে, তারা কাকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে চায়। আগামী বুধবার পেশোয়ারে একটি র্যালি করা হবে বলেও টুইটে জানান ইমরান খান।
তিনি বলেন, ‘আমরা অবিলম্বে নির্বাচনের দাবি করছি, কারণ এটিই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। বুধবার আমি এশার পরে পেশোয়ারে একটি র্যালি করব। বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শাসন পরিবর্তনের পর আমার প্রথম র্যালি। আমি চাই আমাদের সব মানুষ আসুক, কারণ পাকিস্তান একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছিল। বিদেশি শক্তির পুতুল রাষ্ট্র হিসেবে নয়।’
গত শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে ৩৪২ ভোটের মধ্যে ১৭৪টি অনাস্থা ভোটের পক্ষে পড়ে। আর এতেই প্রথম কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারান।