হোম > বিশ্ব > পাকিস্তান

হাসপাতালে ভর্তি পারভেজ মোশাররফ, অবস্থা সংকটাপন্ন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় সময় শুক্রবার তাঁর পরিবার বলেছে, পারভেজ মোশাররফ ভেন্টিলেটরে আছেন, এমন খবর সত্য নয়। তবে তিনি গত তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোশাররফের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর পরিবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তিনি ভেন্টিলেটরে নেই। অসুস্থতাজনিত (অ্যামাইলয়েডোসিস) জটিলতার কারণে তিনি গত তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থা ক্রমশ জটিলতর হচ্ছে এবং বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে যাচ্ছে। সেই সব অঙ্গ আর কার্যকর করে তোলা সম্ভব নয়। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সাবেক এই সেনাশাসকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তাঁর পরিবার বিবৃতি জারি করল। 

অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) মুখপাত্র আমান খান তারিনও তাঁর মৃত্যুর খবরকে অস্বীকার করেছেন। ডনকে তিনি বলেছেন, ‘এটি ভুয়া খবর।’ 

২০১৮ সালে প্রথমবারের মতো পারভেজ মোশাররফের অসুস্থতার কথা জনসম্মুখে প্রকাশিত হয়। তখন এপিএমএল জানিয়েছিল, তিনি বিরল রোগ অ্যামাইলয়েডোসিসে ভুগছেন।

মানবশরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে অ্যামাইলয়েডোসিস রোগ হয়। এই রোগ হলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও টিস্যুগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। 

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া মোশাররফ ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করেছিলেন। এ জন্য ২০১৪ সালের ৩০ মার্চ তাঁকে অভিযুক্ত করা হয়। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন পাকিস্তানের একটি বিশেষ আদালত। 

২০১৬ সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই যান সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ। এরপর আর তিনি পাকিস্তানে ফিরে আসেননি। 

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান