হোম > বিশ্ব > পাকিস্তান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্বে পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফাইল ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’

আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড