হোম > বিশ্ব > পাকিস্তান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্বে পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফাইল ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারিতে ১৫ সদস্যের এই সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান তার দুই বছরের মেয়াদ শুরু করে। ২০১৩ সালের পর এই পদে এটি পাকিস্তানের প্রথম দায়িত্ব। এ নিয়ে অষ্টমবারের মতো দেশটি নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের পদ একটি প্রতীকী ভূমিকা। এর কোনো নির্বাহী ক্ষমতা নেই, তবে এই দায়িত্বটি পাকিস্তান এমন এক সময়ে পেয়েছে, যখন প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেন, ‘জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সম্মিলিত ও সময়োপযোগী পদক্ষেপের জন্য আমরা অন্য কাউন্সিল সদস্যদের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করব।’

আসিম ইফতিখার আরও বলেন, পাকিস্তান এমন এক সময়ে এই প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছে, যখন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা, বাড়তে থাকা সংঘাত, জটিল ভূরাজনৈতিক ও ভূকৌশলগত পরিস্থিতি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি গুরুতর হুমকির মুখে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, বিষয়টি পাকিস্তান নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, ইসলামাবাদকে মোকাবিলা করার জন্য ভারত একটি কৌশল প্রস্তুত করছে। নয়াদিল্লির কৌশল তার অর্থনৈতিক শক্তি ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর কেন্দ্রীভূত হবে। ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের দিকেও মনোযোগ আকর্ষণ করবে।

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান