হোম > বিশ্ব > পাকিস্তান

হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে ইমরানের রিভিউ পিটিশন 

পাকিস্তানের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। হাইকোর্ট দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্গঠন করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করতে যে নির্দেশ দিয়েছে তা রিভিউ করতেই এই পিটিশন দায়ের করা হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির পৃথক দুই প্রতিবেদন থেকেই এই তথ্য জানা গেছে। 

পিটিআইয়ে সেক্রেটারি জেনারেল আসাদ উমর, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান এবং অ্যাডভোকেট মুহাম্মদ আজহার সিদ্দিক হাইকোর্ট কর্তৃক ৭ এপ্রিল দেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আবেদনটি দায়ের করেছেন। 

এর আগে, গত বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম এবং বিচারপতি জামাল খান মন্দোখেলের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এই রুল জারি করেছিল। 

পিটিশনে বলা হয়েছে, সরকার যেখানে ক্ষমতাচ্যুত হওয়া এড়াতে সে অবস্থায় সংবিধানের ৬৯ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্ট কখনোই সংসদ অধিবেশনের সময়সীমা নির্ধারণ করতে পারে না। 

সুপ্রিম কোর্ট পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারকে আজ শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেওয়ার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে অনাস্থা প্রস্তাব ভোটে দেওয়ার জন্য জাতীয় পরিষদের অধিবেশন শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন ডাকা হয়।

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান