পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে তাঁর জামান পার্কের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। তাঁর বাসভবনের সামনে এখনো পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পাকিস্তানের আরও বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ ছড়িয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন।
টুইটারে এক ভিডিও বার্তায় নেতা-কর্মীদের উদ্দেশে ইমরান খান বলেছেন, ‘প্রকৃত স্বাধীনতার অধিকারের লড়াই চালিয়ে যেতে হবে। তাঁরা মনে করছে, আমাকে গ্রেপ্তার করলে পুরো দেশ ঘুমিয়ে পড়বে। তাঁদের এই ধারণা ভুল প্রমাণ করতে হবে।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাহোরে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও ইমরান খানের সমর্থক আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ইট-পাটকেলের জবাবে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ।
ইসলামাবাদ পুলিশ দাবি করেছে, ইমরান খানের বাড়ির ছাদ থেকে ইট-পাটকেল ছোড়া হয়েছে। এতে ৫ কর্মকর্তা আহত হয়েছেন।
এর আগে একজন নারী বিচারককে হুমকি দেওয়ার মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের দায়রা আদালত।
গতকাল সোমবার ওই মামলার তিন পৃষ্ঠার রায় প্রকাশ করেন সিভিল জজ রানা মুজাহিদ রহিম। একই সঙ্গে তিনি ‘হাজিরায় বারবার অনুপস্থিত’ থাকার কারণ দেখিয়ে ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জিও নিউজ আরও জানিয়েছে, শুনানিতে অংশ নেওয়ার জন্য বিচারকের সামনে শারীরিকভাবে উপস্থিত হওয়া থেকে অব্যাহতির অবেদন করেছিলেন ইমরান খান। একই সঙ্গে তিনি ভিডিও লিংকের মাধ্যমে আদালতের কার্যক্রমে যোগদানের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করেছেন।
উল্লেখ্য, ৫ মার্চ তোশাখানা মামলায় ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরে তাঁর জামান পার্কের বাড়িতে গিয়েছিল ইসলামাবাদ পুলিশ। তখন পুলিশকে বলা হয়, ইমরান বাড়িতে নেই। ফলে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ।
গতকাল সোমবার তোশাখানা মামলায়ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এর পর থেকে রাজপথে নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। আগামী রোববার তিনি লাহোরে আবারও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।