হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রীকে আটকের অভিযোগ 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীকে আটকের অভিযোগ করেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, স্থানীয় সময় আজ বুধবার ভোরে লাহোরে নিজ বাসভবনের বাইরে থেকে তাঁকে আটক করা হয়েছে। ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। 

ফাওয়াদ চৌধুরীর ভাই ফয়সাল চৌধুরী ফোনে ডনকে বলেন, ‘ভোর সাড়ে ৫টায় তাঁকে বাড়ির বাইরে থেকে চারটি গাড়ি এসে তুলে নেয়। গাড়িগুলোর কোনো নম্বর প্লেট ছিল না।

তিনি বলেন, পরিবার ফাওয়াদের অবস্থান সম্পর্কে অবগত ছিল না। ‘তাঁর বিরুদ্ধে নথিভুক্ত এফআইআর সম্পর্কেও আমাদের বিস্তারিত কোনো তথ্য দেওয়া হচ্ছে না।’ এ ঘটনাকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন ফয়সাল। এ নিয়ে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন।  

ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে উল্লেখ করে সরকারের সমালোচনা করার পর ফাওয়াদ চৌধুরীকে আটক করা হয়েছে।

পিটিআইয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘটনার কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওগুলোতে পুলিশের একটি গাড়িবহরে করে ফাওয়াদ চৌধুরীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি করা হয়। 

ফাওয়াদ চৌধুরীকে আটকের খবর জানিয়ে পিটিআই নেতা ফারুক হাবিব আজ সকালে টুইটার পোস্টে লেখেন, ‘আমদানি হওয়া সরকার বেকায়দায় পড়েছে।’ 

আরেক পিটিআই নেতা আলি জাইদিও দলের জ্যেষ্ঠ নেতা ফাওয়াদ চৌধুরীর গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, সরকার ‘এই দেশকে নরকের দিকে ঠেলে দেওয়ার জন্য নৈরাজ্য তৈরি করছে।’ এক টুইটার পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তান আইন না মানা আইন প্রণেতাদের এবং দুর্নীতিবাজ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে একটি অরাজক রাষ্ট্র হয়ে উঠেছে।

তবে ডনের প্রতিবেদনে ফাওয়াদ চৌধুরীকে আটকের বিষয়ে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড