হোম > বিশ্ব > পাকিস্তান

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির জীবন হুমকিতে: পিটিআই

কোর কমিটির বৈঠকের পর আজ সোমবার প্রকাশিত একটি বিবৃতিতে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির কারাবাসের সময় নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পিটিআই। দলটি বুশরা বিবিকে অপর্যাপ্ত ও অনিরাপদ খাবার সরবরাহের অভিযোগ জানানো ছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। 

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কোর কমিটির বৈঠকে দলের সব বন্দী নেতা ও রাজনৈতিক কর্মীদের জন্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বন্দীদের সঙ্গে আইন অনুযায়ী আচরণ করতেও বলা হয়েছে। 

পিটিআই কোর কমিটি বলেছে, বুশরা বিবিকে তার ইচ্ছার বিরুদ্ধে বানি গালায় রাখা হয়েছে। কারণ তিনি ইতিমধ্যেই কারাগারে স্থানান্তরিত হওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। তাঁকে নিম্নমানের, ক্ষতিকর ও বিষাক্ত খাবার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। 

পিটিআই নেতারা ব্রিগেডিয়ার (অব.) আসলাম ঘামান এবং আহমার রশিদ ভাট্টি সহ দেশজুড়ে জাতীয় ও প্রাদেশিক আসনে জয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীদের জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন। এ সময় তারা পাঞ্জাব ও সিন্ধুর মুখ্য সচিব এবং আইজিকে অবিলম্বে অপসারণ করারও দাবি জানান। 

এ ছাড়া মজলিশ ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর সঙ্গে রাজনৈতিক সহযোগিতার জন্য দলের চুক্তিকে পূর্ণ সমর্থন দিয়েছে কোর কমিটি।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন