হোম > বিশ্ব > পাকিস্তান

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির জীবন হুমকিতে: পিটিআই

কোর কমিটির বৈঠকের পর আজ সোমবার প্রকাশিত একটি বিবৃতিতে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির কারাবাসের সময় নিরাপত্তার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে পিটিআই। দলটি বুশরা বিবিকে অপর্যাপ্ত ও অনিরাপদ খাবার সরবরাহের অভিযোগ জানানো ছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে। 

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই কোর কমিটির বৈঠকে দলের সব বন্দী নেতা ও রাজনৈতিক কর্মীদের জন্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বন্দীদের সঙ্গে আইন অনুযায়ী আচরণ করতেও বলা হয়েছে। 

পিটিআই কোর কমিটি বলেছে, বুশরা বিবিকে তার ইচ্ছার বিরুদ্ধে বানি গালায় রাখা হয়েছে। কারণ তিনি ইতিমধ্যেই কারাগারে স্থানান্তরিত হওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। তাঁকে নিম্নমানের, ক্ষতিকর ও বিষাক্ত খাবার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। 

পিটিআই নেতারা ব্রিগেডিয়ার (অব.) আসলাম ঘামান এবং আহমার রশিদ ভাট্টি সহ দেশজুড়ে জাতীয় ও প্রাদেশিক আসনে জয়ী হওয়া স্বতন্ত্র প্রার্থীদের জোর করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন। এ সময় তারা পাঞ্জাব ও সিন্ধুর মুখ্য সচিব এবং আইজিকে অবিলম্বে অপসারণ করারও দাবি জানান। 

এ ছাড়া মজলিশ ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)-এর সঙ্গে রাজনৈতিক সহযোগিতার জন্য দলের চুক্তিকে পূর্ণ সমর্থন দিয়েছে কোর কমিটি।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড