হোম > বিশ্ব > পাকিস্তান

ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিলেন ইমরান খান

আইনি লড়াই চালাতে বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী জিওফ্রে রবার্টসনকে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাজ্যের এ আইনজীবী ইমরানের বিরুদ্ধে আনীত অবৈধ আটক এবং মানবাধিকার লঙ্ঘনের মামলা লড়বেন আন্তর্জাতিক আদালতে। 

আজ শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি। 

ইমরান খানের বিদেশি আইনজীবী নিয়োগের খবরটি এমন সময় এল—যখন তিনি গোপন তারবার্তা ও সরকারি নথি ফাঁসের অভিযোগে কারাবন্দি আছেন। 

গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গত ২৯ আগস্ট এই দণ্ড স্থগিত করা হয়। কিন্তু তাকে তারবার্তা ফাঁসের মামলায় আটকে রাখা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে এ অভিযোগে বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। 

ব্রিটিশ আইনজীবী নিয়োগের বিষয়টি শুক্রবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জানায় ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। 

ব্যারিস্টার জিওফ্রে রবার্টসনের আগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদির হয়ে লড়েছেন। 

ইমরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন তার সঙ্গে অবিচার করা হচ্ছে। আর এখন সেসব অভিযোগ আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। 

পিটিআই দাবি করেছে, ইমরানের প্রতি হওয়া অবিচারগুলো আন্তর্জাতিক আদালতের মাধ্যমে উন্মোচিত হবে।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন