হোম > বিশ্ব > পাকিস্তান

ব্রিটিশ আইনজীবীকে নিয়োগ দিলেন ইমরান খান

আইনি লড়াই চালাতে বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী জিওফ্রে রবার্টসনকে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাজ্যের এ আইনজীবী ইমরানের বিরুদ্ধে আনীত অবৈধ আটক এবং মানবাধিকার লঙ্ঘনের মামলা লড়বেন আন্তর্জাতিক আদালতে। 

আজ শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি। 

ইমরান খানের বিদেশি আইনজীবী নিয়োগের খবরটি এমন সময় এল—যখন তিনি গোপন তারবার্তা ও সরকারি নথি ফাঁসের অভিযোগে কারাবন্দি আছেন। 

গত ৫ আগস্ট সরকারি কোষাগার তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন দেশটির একটি জেলা ও দায়রা আদালত। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গত ২৯ আগস্ট এই দণ্ড স্থগিত করা হয়। কিন্তু তাকে তারবার্তা ফাঁসের মামলায় আটকে রাখা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে এ অভিযোগে বিচারিক রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। 

ব্রিটিশ আইনজীবী নিয়োগের বিষয়টি শুক্রবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জানায় ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। 

ব্যারিস্টার জিওফ্রে রবার্টসনের আগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং আলোচিত ও সমালোচিত লেখক সালমান রুশদির হয়ে লড়েছেন। 

ইমরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন তার সঙ্গে অবিচার করা হচ্ছে। আর এখন সেসব অভিযোগ আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। 

পিটিআই দাবি করেছে, ইমরানের প্রতি হওয়া অবিচারগুলো আন্তর্জাতিক আদালতের মাধ্যমে উন্মোচিত হবে।

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান