হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে জ্বালানি সংকট তীব্র, আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ

জ্বালানি সংকট তীব্র হওয়ায় রাতে আগেভাগে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, জ্বালানি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনার মধ্যে এটি অন্যতম।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমদানি করা তেলের ওপর নির্ভরশীল হলে চলবে না। দেশের সব শপিং মল, বাজার ও দোকানপাট রাত সাড়ে আটটার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো খালি করতে হবে রাত ১০টার মধ্যে। এমনকি রেস্তোরাঁগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

খাজা আসিফ বলেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি দপ্তরগুলোকে বিদ্যুৎ খরচ ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বিদ্যুৎ বাঁচাতে কর্মীদের বাড়িতে বসে কাজের নির্দেশ দেওয়া হবে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী।’ 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকারের এই পরিকল্পনা নেওয়ার অন্যতম কারণ হলো দেশটির রিজার্ভে টান পড়েছে। সরকারি তথ্য অনুসারে, ডিসেম্বরে ৫৮০ কোটি ডলারে নেমে এসেছে দেশটির রিজার্ভ। এই রিজার্ভ দিয়ে বড়জোর এক মাসের মতো পণ্য আমদানি করা যাবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ আসার কথা ছিল, তা-ও বিলম্বিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান সরকার।

রাজনৈতিক অস্থিরতা ও সিদ্ধান্তহীনতার কারণে পাকিস্তানের অর্থনীতির আজ এই হাল বলে মত বিশ্লেষকদের। এর মধ্যেই দীর্ঘদিন ধরে ভয়াবহ বন্যার কবলে ছিল দেশটি, যাতে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের। 

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড