হোম > বিশ্ব > পাকিস্তান

বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাকিস্তানের বেলুচিস্তানের ঝব জাতীয় মহাসড়কের কিল্লা সাইফুল্লাহর কাছে যাত্রীবাহী একটি বাস কয়েক শ ফুট গভীর খাদে পড়ে যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

বেলুচিস্তানের ঝব জেলার উপকমিশনার হাফিজ মুহাম্মদ কাসিম ডনকে বলেন, ‘ধারণা করছি ২৩ জন যাত্রী নিয়ে লরালাই থেকে ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বাসটি। আখতারজাইয়ের সামনে পৌঁছালে বাসটি নিচে পড়ে যায়। এতে ২২ জন নিহত হন।’ 

আখতারজাই হলো বেলুচিস্তানের একটি উপজাতীয় এলাকা। এই স্থানটি ঝবের ১ হাজার ৫৭২ মিটার উচ্চতায় অবস্থিত। 

দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ কিল্লা সাইফুল্লাহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ শিশু, ৫ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। আহত ১ শিশু চিকিৎসাধীন রয়েছে। 

রাষ্ট্রপতি ড. আরিফ আলভি প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন। ভবিষ্যতে এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন তিনি। 

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান