হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে হামলায় ৮ সেনা নিহত

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল বৃহস্পতিবার দুটি পৃথক সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর আটজন সদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত জেলা দাতাখেলে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি চলন্ত গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে সাতজন সেনাকে মেরে ফেলেছেন। এ ছাড়া একই জেলার ইশাম এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে অপর এক সংঘর্ষের ঘটনায় এক সেনা নিহত হয়েছেন। 

নিহত সেনারা হলেন হাবিলদার তারিক, সিপাহি আর শাদ, সিপাহি কাশিফ, সিপাহি জুনায়েদ, সিপাহি ইজাজ আলী, সিপাহি ওয়াকাস ও সিপাহি জাওয়াদ মীর। তাঁদের মরদেহ একটি সামরিক হেলিকপ্টারে করে জেলা সদর দপ্তর মিরামশাহতে নিয়ে যাওয়া হয়েছে। 

প্রথম হামলার বিষয়ে উত্তর ওয়াজিরিস্তানের জেলা সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাসীরা একটি রকেট গ্রেনেড লাঞ্চার এবং অ্যাসল্ট বন্দুক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর গাড়ির ওপর হামলা চালিয়েছে। 

নিরাপত্তা সূত্র ডনকে জানিয়েছে, ওই দুই এলাকায় এখন তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা হামলা চালিয়েছিলেন। তবে সন্ত্রাসী পক্ষের কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামলার বিষয়টি নিশ্চিত করেনি। আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি তারা। 

তিন দিন আগে দক্ষিণাঞ্চলীয় জেলা দেরা ইসমাইল খানে একটি প্রাণঘাতী হামলায় পাঁচজন পুলিশ নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। এরপরই গতকাল বৃহস্পতিবার বড় ধরনের হামলার ঘটনা ঘটল। 

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন