হোম > বিশ্ব > পাকিস্তান

তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছি: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য তালেবানের সঙ্গে একটি সংলাপ শুরু করেছেন তিনি। অংশগ্রহণমূলক সরকার গঠিত হলে তা আফগানিস্তান এবং ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন ইমরান খান। আজ শনিবার একটি টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইমরান খান টুইটে জানান, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে চলতি সপ্তাহে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকের পর তালেবান নেতাদের সঙ্গে আমি একটি সংলাপ শুরু করেছি।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রপ্রধানদের ২০তম সম্মেলন থেকে ফিরে শনিবার এই টুইট করেন তিনি। এর আগে ওই সম্মেলনে গতকাল শুক্রবার ইমরান খান বলেন, আফগানিস্তানে তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো অবশ্যই তাদের রক্ষা করতে হবে। দেশটির যুদ্ধ-সংঘাতের কারণে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে পাকিস্তানকে। তাই আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ।

 

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা