হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী কে এই শাহবাজ শরিফ?

শেষ বল পর্যন্ত খেলার ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রিত্ব রক্ষা করতে পারেননি ইমরান খান। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে গেছেন তিনি। এমন পরিস্থিতিতে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। ইতিমধ্যে গত ৪ এপ্রিল বিরোধীরা পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নাম ঘোষণা করেছেন। তিনি বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি। 

গতকাল শনিবার মধ্যরাতে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির পর জাতীয় পরিষদে বক্তব্য দিয়েছেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘আমরা প্রতিশোধ নেব না। কিংবা প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা অতীত ভুলে যেতে চাই এবং সামনে এগিয়ে যেতে চাই।’ 

গত রাতের ভোটাভুটিতে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর শাহবাজ শরিফ পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদলীয় জোট থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন। এরপর থেকে তাঁকে নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে—কে এই শাহবাজ শরিফ? 

আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা পরিচিত না হলেও সম্প্রতি সারা বিশ্বে বেশ আলোচিত হয়ে উঠেছেন শাহবাজ শরিফ। তাঁর অন্যতম পরিচয়, তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। একজন দক্ষ প্রশাসক হিসেবে তাঁর ব্যাপক সুনাম রয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তিনবার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দল পরিচালনারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুর্নীতির মামলায় নওয়াজ শরিফ দোষী সাব্যস্ত হয়ে লন্ডনে চলে গেলে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) পরিচালনার দায়িত্ব পান শাহবাজ শরিফ। 

জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় এলে ১৯৯৯ সালে কারারুদ্ধ হোন তিনি। এর পরের বছরই তাঁকে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। ২০০০ সাল থেকে তিনি সৌদি আরবে থাকতে শুরু করেন। এরপর পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন হলে ২০০৭ সালে তিনি দেশে ফিরে আসেন। ২০০৮ সালে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হোন। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে মামলা হয়েছে শাহবাজ শরিফের বিরুদ্ধে। তবে সেসব মামলায় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।

পাকিস্তানের বিশ্লেষকেরা মনে করেন, শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাঁকে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চরম সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি সামাল দেওয়া। 

শাহবাজ শরিফের পুরো নাম মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ। ১৯৫১ সালের ২৩ সেপ্টেম্বর তিনি লাহোরে জন্মগ্রহণ করেন। শাহবাজ লাহোরের সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ক্যারিয়ারের শুরু দিকে তিনি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ইত্তেফাক গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে ১৯৮৫ সালে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হয়েছিলেন শাহবাজ শরিফ। 

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড