হোম > বিশ্ব > পাকিস্তান

স্কুলের ওয়াশরুমে গোপন ক্যামেরা, বাতিল হলো রেজিস্ট্রেশন 

পাকিস্তানের করাচির একটি স্কুলে গোপন সিসি ক্যামেরা পাওয়া গেছে। এতে ওই স্কুলটির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বেসরকারি স্কুলটি করাচির সাফুরা গোথ এলাকায় অবস্থিত। অভিযোগ ওঠার পর স্কুলটির রেজিস্ট্রেশন বাতিল করেছে কর্তৃপক্ষ। 

স্কুলের ওয়াশরুমের গোপন ক্যামেরা রাখার বিষয়ে প্রথমে অভিযোগ তোলেন সেখানকার একজন নারী কর্মী। পরে এ নিয়ে তদন্ত শুরু হয়।

তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হয়, ছেলে ও মেয়েদের উভয়ের গোপন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এর মাধ্যমে সহজেই পুরুষ এবং নারী শিক্ষার্থী ও কর্মীদের গতিবিধি দেখতে পারা যেত। 

তদন্তের পর পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেসরকারি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মানসুব হুসাইন সিদ্দিকি স্কুলটির রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে স্কুলটি সিলগালাও করে দেওয়া হয়েছে।

স্থানীয় অভিভাবক এবং শিক্ষার্থীরা এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সাইবার ক্রাইম উইংও এই ঘটনার তদন্ত করবে বলা জানা গেছে। 

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড