হোম > বিশ্ব > পাকিস্তান

পেট্রল-ডিজেলের দাম বাড়াচ্ছে পাকিস্তান

বিশ্ব বাজারে পেট্রোলিয়াম পণ্য এবং অপরিশোধিত তেলের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা সত্ত্বেও পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি দেশটির মুদ্রা পাকিস্তানি রুপির মান ক্রমাগত কমছে। এই অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী আগস্ট থেকে দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়তে যাচ্ছে। প্রতি লিটার পেট্রলে ১০ রুপি ও ডিজেল ১৬ বা ১৭ রুপি বাড়তে পারে। আমদানি শুল্ক অন্তর্ভুক্ত না করেই পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির অনুমান করা হয়েছে। ফলে দেশটির সরকার যদি পেট্রলের ওপর প্রতি লিটারে ৫ রুপি পেট্রোলিয়াম শুল্ক বাড়ায়, তাহলে পেট্রলের দাম প্রতি লিটারে ১৫ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে ২৩ রুপি বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা ডলারের বিপরীতে রুপির বিনিময় হারের বিষয়টি মাথায় রেখে দুই দিনের মধ্যেই বর্ধিত মূল্য নির্ধারণ করবে বলে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, গত বৃহস্পতিবার দেশটি জ্বালানি কর্তৃপক্ষ পেট্রোলিয়াম পণ্যের ডিলারদের জ্বালানি বিক্রিতে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন বৃদ্ধি করেছে। সেই সঙ্গে মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্য ব্যতীত অন্যান্য বিলাসদ্রব্যের আমদানি নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশটির সরকার ঋণে জর্জরিত অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা চেয়েছিল। পরে আইএমএফের শর্ত অনুসারে দেশটির ভারী শিল্পের ওপর ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত করারোপ করা হয়েছে। 

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান