হোম > বিশ্ব > পাকিস্তান

আমি একপ্রকার গৃহবন্দী: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান বলেছেন, ‘আমি একপ্রকার গৃহবন্দী। দেশের সামরিক এস্টাবলিশমেন্ট নির্বাচনের ভয়ে ‘অবশ’ হয়ে গেছে। কারণ, তাঁরা ভয় করছে যে, নির্বাচনে পিটিআই ভূমিধস জয় অর্জন করবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘হার্ডটক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ দাবি করেন। 

পাকিস্তানে নির্বাচন নিয়ে নানা ধরনের রাজনৈতিক হিসাব-নিকাশ চলছে। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ শুক্রবার ঘোষণা দিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৯ আগস্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। এ ঘোষণার ঠিক এক দিন আগে ইমরান খান এই মন্তব্য করেন। 

লাহোর থেকে ভিডিও কলের মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, দলের নারী-পুরুষনির্বিশেষে কর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, তার পরও দল এখনো যথেষ্ট অক্ষত রয়েছে। কিছু কিছু নেতা চাপের মুখে পড়ে দলত্যাগ করেছেন জানিয়ে ইমরান খান বলেন, ‘এখনো দলের অন্তত ১০ হাজার নেতা-কর্মী (নারী কর্মীসহ) জেলে রয়েছেন। তাঁদের অনেককেই হেফাজতে নেওয়ার নামে নির্যাতন করা হয়েছে।’ 

তিনি নিজেকে একপ্রকার গৃহবন্দী বলে দাবি করে বলেন, ‘আমি নিজেও একপ্রকার গৃহবন্দী।’ তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশকে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার একমাত্র সমাধান।’ পিটিআই চেয়ারম্যান দুঃখ করে বলেন, দেশে অঘোষিত সামরিক আইন চলছে এবং দেশ অন্ধকার যুগের দিকে এগিয়ে যাচ্ছে। 

পিটিআই সরকারের ওপর থেকে এস্টাবলিশমেন্টের সমর্থন সরিয়ে নেওয়ার পর ইমরান খান সেনাবাহিনীর বিরুদ্ধে তোপ দাগা শুরু করেন। অনুষ্ঠানের সঞ্চালক বিষয়টি প্রতারণাপূর্ণ কি না—জানতে চাইলে ইমরান খান বলেন, তাঁর দল কোনো সামরিক এস্টাবলিশমেন্টের সমর্থনে তৈরি হয়নি। তিনি বলেন, ‘পিটিআই সেনাবাহিনীর কারণে ক্ষমতায় আসেনি। তবে ২০১৮ সালে পিটিআই সেনাবাহিনীর বিরোধিতা করেনি বলেই ক্ষমতায় এসেছিল।’ 

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি ২২ বছরেরও বেশি সময় ধরে তাঁর দলকে শূন্য থেকে তৈরি করেছেন। তাঁর দলের ওপর যে জনগণের প্রকৃত সমর্থন রয়েছে, তা প্রমাণিত হয় পিটিআই সরকারের পতনের পরও ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করার মধ্য দিয়ে। 

ইমরান খান দাবি করেন, আদালতের রায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পিটিআইয়ের নেতা-কর্মীরা কেউই ৯ মের কোনো সহিংসতায় জড়িত ছিলেন না। এ সময় তিনি নিজেকেও নির্দোষ বলে দাবি করে বলেন, ‘আমি একেবারেই দোষী নই।’

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া