হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কারে ২০ কোটি ডলার ঋণ বিশ্বব্যাংকের

পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের সেবার মান বাড়ানো ও জ্বালানি খাত সংস্কারের লক্ষ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস এ ঋণ অনুমোদন দিয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিশ্বব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ পরিচালনায় এবং গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। প্রকল্পের অধীনে কর্মীদের কর্মক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে। নতুন প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো এবং ক্ষতি কমানোতেও ভূমিকা রাখবে। বিদ্যুতের গ্রিড স্টেশন, ট্রান্সমিশন লাইন স্থাপনসহ জলবায়ুবান্ধব অবকাঠামোতেও বিনিয়োগ করবে এই প্রকল্প। 

ঋণ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসাইন বলেন, বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি লাভ-লোকসান নির্ভর করে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতার উন্নতির ওপর। বিশ্বব্যাংকের এই উদ্যোগ আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে এই খাতে অংশগ্রহণের সুযোগ করে দেবে বলেও তিনি মনে করেন। 

প্রকল্পের নেতৃত্বে থাকা মোহাম্মদ সাকিব বলেন, প্রকল্পটি হায়দরাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, মুলতান ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কার্যক্রমের ওপর গুরুত্ব দেবে। জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্বে এই প্রকল্প ট্রান্সমিশন ও সরবরাহের ক্ষতি কমাবে এবং সেক্টরের আর্থিক কর্মক্ষমতা উন্নত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসিক, কৃষি, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের জন্য বিদ্যুৎ নির্ভরযোগ্যতা বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন। 

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান