হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ, নিহত ৪ 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি ব্যস্ত বাজারে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হন। বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও বেশ কয়েকটি ইসলামপন্থী সশস্ত্র গ্রুপ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে। 

পুলিশ কর্মকর্তা আজফার মেহসার বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ডিভাইসটি একটি মোটরসাইকেলে লাগানো ছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।’ 

আজফার মেহসার আরও জানান, বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। 

এদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ‘তদন্তের অজুহাতে বেলুচ নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করার কারণে পুলিশকে হত্যা করা হয়েছে।’ তবে তারা বেসামরিক দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেনি। 

কোয়েটার স্যান্ডেমান প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেসামরিক হতাহতদের মধ্যে একটি পাঁচ বছর বয়সী মেয়েও রয়েছে।’ 

বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে প্রায় এক বছর ধরে লড়াই করছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশির ভাগ সময় তারা লড়াই করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে। এই সংগঠন ‘পাকিস্তানি তালেবান’ নামেও পরিচিত।

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান