হোম > বিশ্ব > পাকিস্তান

গ্রেপ্তারের সময় বেত্রাঘাত করা হয়েছে, অভিযোগ ইমরান খানের

গ্রেপ্তারের সময় বেত্রাঘাতের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার রাতে পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে খালিজ টাইমস।

মঙ্গলবার ইসলামাবাদে হাইকোর্টের প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করে দেশটির আধা সামরিক বাহিনীর সদস্যরা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, গ্রেপ্তারের সময় সাবেক প্রধানমন্ত্রীকে অনেকটা টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তোলা হয়। এ ঘটনার পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু করেন ইমরানের সমর্থকরা।

এ অবস্থায় বৃহস্পতিবারই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে। এর আগে সুপ্রিম কোর্টে তার গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেয়। একপর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেয় ওই বেঞ্চ। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

পাকিস্তানি গণমাধ্যম বলছে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ইমরান খান অভিযোগ করেছেন, তাকে গ্রেপ্তার করার সময় লাঠি দিয়ে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তারের পর তাকে উদ্দেশ্যহীনভাবে একাধিক স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় বাহিনীর সদস্যদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে তা তারা দেখাতে ব্যর্থ হন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে নিজ দলের সদস্য ও সমর্থকদের দেশে শান্তি বজায় রাখতে এবং সম্পত্তির ক্ষতি না করার আহ্বানও জানান ইমরান খান।

জানা গেছে, ইমরান খান মুক্তি পেলেও শুক্রবার তাকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে হবে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন