হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বিলাসবহুল হোটেলে তালেবানের হামলা, নিহত ৪

পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে।  গতকাল বুধবার রাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১২ জন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের  প্রতিবেদনে বলা হয়, কোয়েটা সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন ।

ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।  তবে ঘটনাস্থলে তিনি ছিলেন না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ওই বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধার কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনী। কাউকে ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল। তিনি জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।

এই হামলার দায় স্বীকার করে নিয়েছে ইসলামি সশস্ত্র গোষ্ঠী তালেবান।

বার্তা সংস্থা রয়টার্সকে তেহেরিক-এ-তালেবান পাকিস্তানের(টিটিপি) একজন মুখপাত্র রয়টার্সকে জানায়, এটি ছিল একটি আত্মঘাতী হামলা। যেখানে আমাদের হামলাকারী হোটেলটিতে বোমাভর্তি গাড়ি ব্যবহার করেছেন।

এই ঘটনার কিছু পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ লানগোভ বলেন, আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।

তবে ওই হামলার আগে কোনো ধরনের হুমকি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।পাকিস্তানের কোয়েটা শহরের একটি বিলাসবহুল হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ১২ জন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোয়েটা সেরেনা হোটেলটি প্রাদেশিক পার্লামেন্ট ভবন এবং ইরান কনস্যুলেটের খুব কাছে অবস্থিত ছিল। পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের খনিসমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা। সেখানে প্রায়ই স্থানীয় জাতীয়তাবাদীরা বিদ্রোহ করেন। চীনের  বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বেলুচিস্তানের গোয়াদার বন্দর। 

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান