হোম > বিশ্ব > পাকিস্তান

কারামুক্ত স্ত্রী বুশরা বিবি, ইমরান খানের মুক্তি কবে

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে নতুন করে কারাদণ্ড দিয়েছে পাকিস্তানি আদালত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারামুক্ত হয়েছেন। প্রায় ৯ মাস ধরে কারাবন্দী থাকার পর জামিনে গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে স্ত্রী মুক্তি পেলেও তাঁর স্বামী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কবে মুক্তি পাবেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে বুশরা বিবিকে মুক্তি দেওয়া। তার আগের দিন, বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। পিটিআই-এর আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার সংরক্ষণ ও বিক্রির দায়ে। সে সময় আদালত রায়ে জানায়, এই দম্পতি ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা কালে তোশাখানা বা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়া ১৪ কোটি রুপি মূল্যের উপহার অবৈধভাবে বিক্রি করেছেন।

ইমরান খান ও তাঁর স্ত্রী এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ তাদের হয়রানি করার জন্য সরকার মিথ্যাভাবে সাজিয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর পর থেকে এই ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা কয়েক শ মামলার মুখোমুখি হন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান অভিযোগ করে আসছেন, পাকিস্তানের সশস্ত্রবাহিনী তাঁর অপসারণের পেছনে কলকাঠি নেড়েছে এবং বর্তমানে তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকার বলছে, তারা বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করে না। কিন্তু পিটিআইয়ের অভিযোগ, সরকার সক্রিয়ভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত করছে। এই অবস্থান দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

এত কিছুর পরও ইমরান খান এখনো পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়। সর্বশেষ জাতীয় নির্বাচনে তাঁর দলের প্রার্থীরা সবচেয়ে বেশি আসন জিতেছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে ২০২৩ সালের মে মাসে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাঁর বিরুদ্ধে প্রায় দুই শ মামলা দায়ের করা হয়েছে। এরপর, ২০২৩ সালের আগস্টে এক দুর্নীতি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। তাঁকে প্রথম গ্রেপ্তার করা হয় জানুয়ারিতে। গত জুলাই মাসে তাদের বিয়ে সংক্রান্ত ‘ইদ্দত মামলা’ থেকে খালাস দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রীয় উপহারের মামলায় তাঁদের আবারও গ্রেপ্তার দেখানো হয়। পিটিআইয়ের চেয়ারম্যান গহার আলী খান জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর বুশরা বিবি তাঁর ইসলামাবাদের বাসায় ফিরেছেন।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন