হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত 

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি আত্মঘাতী বোমা হামলায় চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত চেকপোস্টের কাছে। সেখানে আত্মঘাতী বিস্ফোরণে তিন সেনার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনী ডয়চে ভেলেকে এ তথ্য জানিয়েছে।

একই দিন আফগানিস্তান সীমান্তের কাছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আরেকজন পাকিস্তানি সেনা অফিসার নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আত্মঘাতী বোমা বহনকারীর লক্ষ্য ছিল চেকপোস্টে গিয়ে বিস্ফোরণ ঘটানো। কিন্তু সেখানে যাওয়ার আগে তিন সেনাসদস্য তাকে থামান। সেখানেই ওই জঙ্গি বোমাটির বিস্ফোরণ ঘটায়। এতে তিন সেনাসদস্য মারা যান।

৩৩ বছর বয়সি ওই অফিসারের নেতৃত্বে সেনা জওয়ানেরা খাইবার এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। সেই সময় জঙ্গিদের গুলিতে সেনা কর্মকর্তার মৃত্যু হয়। পরে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তাদের গুলিতেই সেনা কর্মকর্তা মারা গেছেন। তবে প্রথম ঘটনার দায় কেউ এখনো স্বীকার করেনি।

একটি সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে পাকিস্তানে ২৭১টি জঙ্গি হামলা হয়েছে। তাতে ৩৮৯ জন মারা গেছেন। এই সময়ে জঙ্গি হামলার পরিমাণ ৭৯ শতাংশ বেড়েছে।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন