হোম > বিশ্ব > পাকিস্তান

গ্রেপ্তার হতে পারেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ ও তাঁর ছেলে

অর্থ পাচার মামলায় গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর ছেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ। দেশটির গণমাধ্যম ডন জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফআইএ) শনিবার লাহোরের বিশেষ আদালতকে জানিয়েছে, ১ হাজার ৬০০ কোটি রুপির অর্থ পাচার মামলায় তাঁদের গ্রেপ্তার করতে চেয়েছিল সংস্থাটি। 

এফআইএ’র কৌঁসুলি বলেন, অধিকতর তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার করা প্রয়োজন। অর্থ পাচার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা দরকার কি না, আদালতের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আজ শনিবার বিশেষ আদালত-১-এর প্রধান বিচারক ইজাজ হাসান আওয়ান জানতে চান, এফআইএ বাপ-বেটা এবং তাঁদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে চায় কি না। এর জবাবে কাউন্সেলের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের গ্রেপ্তার করতে চেয়েছিলেন তাঁরা।

আদালত আজ অপর সন্দেহভাজন সুলেমান শেহবাজ, তাহির নকভি এবং মালিক মাকসুদের বিরুদ্ধে ফের গ্রেপ্তার পরোয়ারা জারি করেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তাঁর ছেলে হামজার অন্তর্বর্তীকালীন জামিন গত শুনানির সময়ই ৪ জুন পর্যন্ত বর্ধিত করা হয়। তবে তাঁরা আজ শুনানির সময় এজলাশে উপস্থিত ছিলেন।

শুনানি শুরু হওয়ার সময় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর আইনজীবী আমজাদ পারভেজ আদালতে বলেন, অভিযোগের সপক্ষে বাস্তব প্রমাণ নেই। এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের নেতাদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। 

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১ হাজার ৬০০ কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ২০২০ সালে এ বিষয়ে লাহোরের বিশেষ আদালতে শাহবাজ, তাঁর দুই ছেলে হামজা ও সুলেমানসহ কয়েকজনকে আসামি করে মামলা করে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ।

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান