হোম > বিশ্ব > পাকিস্তান

নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম

আজকের পত্রিকা ডেস্ক­

ইমরান খানের সঙ্গে রেহাম খান। ফাইল ছবি

পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। আনুষ্ঠানিকভাবে তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। তাঁর নতুন এই দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। এই ঘোষণার মাধ্যমে তিনি সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন।

মঙ্গলবার রাতে এনডিটিভি জানিয়েছে, করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম খান নতুন দলের নাম ঘোষণা করেন। তিনি ইমরান খানকে ইঙ্গিত করে বলেন, ‘আমি কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি। আগে একবার এক ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম।’ তিনি বলেন, ‘কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি।’

রেহাম জানান, তাঁর দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করবে। তিনি বলেন, ‘এটি শুধু একটি দল নয়, এটি একটি আন্দোলন—যা রাজনীতিকে জনগণের সেবায় পরিণত করতে চায়।’

তিনি আরও বলেন, ‘২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি, সেখানে এখনো বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার অভাব। এটা আর মেনে নেওয়া যায় না।’

রেহামের ভাষায়, তাঁর দল ক্ষমতার পেছনে দৌড়াবে না, বরং বাস্তব পরিবর্তনের ইচ্ছা থেকেই এই দলের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সংসদে জনগণের প্রতিচ্ছবি থাকা উচিত। প্রত্যেক শ্রেণির প্রতিনিধিত্ব সেই শ্রেণির মধ্য থেকেই আসা উচিত।’

তিনি পাকিস্তানের বংশানুক্রমিক রাজনীতির কড়া সমালোচনা করেন। আরও বলেন, ‘আমাদের এই দল কারও আশীর্বাদ নিয়ে তৈরি হয়নি। এখানে কেউ চারটি আসন থেকে প্রার্থী হবে না। আমরা রাজনীতি দিয়ে ব্যক্তিগত সাম্রাজ্য গড়তে আসিনি।’

রেহাম উল্লেখ করেন, এখনকার সংসদে মাত্র পাঁচটি পরিবার বসে আছে। এই প্রবণতা পাল্টাতে হবে—সেবামূলক নেতৃত্বকে সামনে আনতে হবে।

দলের ঘোষণাপত্র বা ম্যানিফেস্টো শিগগিরই প্রকাশ করবেন বলেও প্রতিশ্রুতি দেন রেহাম। তাঁর ভাষায়, এই দল হবে সংবিধানিক মূল্যবোধে বিশ্বাসী।

সংবাদ সম্মেলনের শেষে তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি এসেছি সব শূকর রাজনীতিবিদদের জায়গা নিতে।’

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান