সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, কয়েক ঘণ্টা আগে ভোটগ্রহণ শেষ হলেও তাদের সমর্থিত প্রার্থীদের এখনো ‘ফরম-৪৫’ প্রদান করা হয়নি।
পাকিস্তানের নির্বাচন কমিশনের সরবরাহ করা ভোট গণনার একটি বিবৃতিপত্রকেই বলা হয় ‘ফরম-৪৫ ’। এই বিবৃতিপত্রে একটি ভোটকেন্দ্রে প্রত্যেক প্রার্থীর বৈধ ভোট এবং গণনা থেকে বাদ দেওয়া ব্যালট পেপারের হিসাব উল্লেখ থাকে। কিছু ক্ষেত্রে এটি নির্দিষ্ট কোনো ভোটকেন্দ্রে ভোট প্রদান করা নারী ও পুরুষের তথ্যও উল্লেখ থাকে।
ফরমটিতে প্রিসাইডিং অফিসার এবং সিনিয়র সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকে এবং এই ফরমের একটি করে কপি প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার, নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করার কথা। এই ফরমের একটি কপি ভোটকেন্দ্রের বাইরেও প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই-এর প্রধান নির্বাচন পর্যবেক্ষক ব্রিগেডিয়ার (অব.) মুহাম্মদ মাসুদ আব্বাসি দলের সমর্থিত প্রার্থীদের অবিলম্বে ‘ফরম-৪৫’ প্রদানের দাবি জানিয়েছেন।
আব্বাসি একটি বিবৃতিতে বলেছেন—পোলিং এজেন্টদের ‘ফরম-৪৫’ প্রদান না করার বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় ও প্রাদেশিক পরিষদের বিভিন্ন নির্বাচনী এলাকায় পিটিআই সমর্থিত প্রার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।
আব্বাসি দাবি করেন, তার দলের কর্মী ও পোলিং এজেন্টদের পুলিশ টার্গেট করছে এবং তাদের প্রার্থীদের স্পষ্ট বিজয় আঁচ করে ফলাফল পরিবর্তনের প্রস্তুতি চলছে।
ফরম প্রদানে ব্যর্থতাকে নির্বাচনী বিধি ও প্রবিধানের স্পষ্ট লঙ্ঘন এবং কারচুপির একটি নিয়মতান্ত্রিক এবং লজ্জাজনক প্রচেষ্টা হিসেবেও আখ্যা দেন আব্বাসি।