হোম > বিশ্ব > পাকিস্তান

সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় উপস্থাপনা থেকে সরানো হলো হামিদ মীরকে

ঢাকা: সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলায় পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও নিউজ কর্তৃপক্ষ ক্যাপিটাল টক নামের অনুষ্ঠানের উপস্থাপনা থেকে প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরকে সরিয়ে দিয়েছে। গতকাল সোমবার এমনটি ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরাকে মীর বলেন, জিও কর্তৃপক্ষ আমাকে জানাল যে আমি ওই অনুষ্ঠানে উপস্থাপনা করতে পারব না। তারা জানিয়েছে যে প্রচুর চাপ আসছে। কিন্তু কোথা থেকে এ চাপ আসছে তা নিয়ে কিছু জানায়নি।

জিও নিউজ কর্তৃপক্ষও হামিদ মীরকে অনুষ্ঠান উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছে। একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে হামিদ মীরকে বহিষ্কার করার জন্য জিও নিউজকে চাপ দেওয়া হচ্ছে।

পাকিস্তানের সরকার এবং সেনাদের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক আসাদ আলি তুরের ওপর গত সপ্তাহে ইসলামাবাদে হামলা চালায় তিনজন অজ্ঞাত ব্যক্তি।

এই হামলার প্রতিবাদে গত শুক্রবার ইসলামাবাদে আয়োজিত একটি প্রতিবাদ সভায় অংশ নিয়ে হামিদ মীর জানান, পাকিস্তান সেনাবাহিনী এবং সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া জড়িত থাকতে পারে।

হামিদ মীর বলেন, যদি আপনারা আমাদের বাড়ি ভেঙে আমাদের ওপর নির্যাতন করেন আমরা হয়তো আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারব না। কারণ আপনাদের কাছে বন্দুক রয়েছে। তবে আমরা আপনাদের কর্মকাণ্ড জনসম্মুখে নিয়ে আসতে পারি।

এর আগে ২০১৪ সালে পাকিস্তানের জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় উপস্থাপক হামিদ মীর অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হন। ওই ঘটনার আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন নিয়ে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন হামিদ মীর।

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান