হোম > বিশ্ব > পাকিস্তান

চুরির অভিযোগে পাকিস্তানে ৪ নারীকে বিবস্ত্র করে মারধর  

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের একটি মার্কেটে চুরির অভিযোগে চার নারীকে বিবস্ত্র করে পিটিয়েছে একদল দুর্বৃত্ত। গত সোমবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার ফয়সালাবাদের বাওয়া চক মার্কেটে ওই চার নারীকে মারধর, বিবস্ত্র করে ভিডিও ধারণ করে একদল দুর্বৃত্ত। ওই নারীদের বিবস্ত্র করে মারধরের পর এক ঘণ্টা ধরে হাঁটানো হয়।

পাকিস্তানের পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার টুইট বার্তায় বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। 

গত সোমবার নির্যাতনের শিকার এক নারী একটি এফআইআর দায়ের করেন। 

এফআইআরে বলা হয়েছে, ওই চার নারী পরিচ্ছন্নতাকর্মী। তাঁরা ময়লা সংগ্রহ করতে ফয়সালাবাদের বাওয়া চক মার্কেটের একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে যান। তৃষ্ণার্ত থাকায় সেখানে দোকানের এক কর্মীর কাছে এক বোতল পানি চান তাঁরা। এ সময় দোকানের মালিক চিৎকার শুরু করেন। ওই নারীরা চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। চিৎকার শুনে পরে অন্য দোকানিরাও সেখানে পৌঁছান। তারপর তাঁদের মারতে শুরু করেন দোকানিরা ৷ 

ফয়সালাবাদের পুলিশপ্রধান ডা. মোহাম্মদ আবিদ খান বলেছেন, অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড