হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের ভাগ্য নির্ধারণের অধিবেশন চলছে, নিরাপত্তা জোরদার

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের অধিবেশন শুরু হয়েছে । ভোটে হেরে গেলে ক্ষমতাচ্যুত হবেন তিনি। এই অনাস্থা ভোটকে কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় পরিষদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ইমরান খানই অনাস্থা ভোটের মাধ্যমে অপসারিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন।  ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কার্যকরভাবে এ মাসের শুরুতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ইমরান খানের কোয়ালিশন সরকারের সাত আইনপ্রণেতা বিরোধীদের পক্ষে ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের এক ডজনেরও বেশি আইনপ্রণেতা ইমরান খানের বিপক্ষে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

পাকিস্তানের বিরোধী দলগুলোর দাবি, পাকিস্তানের সংসদে ৩৪২ আসনের মধ্যে ১৭২ ভোট তাদের রয়েছে। বিরোধী দল এই ভোট পেলেই ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব বাতিল হবে। 

এদিকে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখী হওয়ার আগের রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন।  তবে বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা করে যদি কোনো গোষ্ঠী পাকিস্তানের ক্ষমতায় আসীন হতে চায়, সেক্ষেত্রে তা মেনে নেবেন না বলে উল্লেখ করেছেন তিনি।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন