হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রথম হিন্দু নারী প্রার্থী সাবিরা

পাকিস্তানে আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে লড়বেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী ডা. সাবিরা পারকাশ। তিনি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে প্রথম হিন্দু নারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। 

সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক। তাঁর বাবা ওম পারকাশ বিগত ৩৫ বছর ধরে পাকিস্তান পিপলস পার্টির সক্রিয় রাজনীতি করে আসছেন। 

দ্য ডনকে সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তিনি তাঁর এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তাঁর বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান। বিশেষ করে তাঁর এলাকার নারীদের নিয়ে কাজ করার প্রতি বেশি জোর দেবেন। তিনি জানান, তাঁর লক্ষ্য হলো তাঁর সম্প্রদায়ের নারীদের অধিকার নিশ্চিত করা। কারণ তাঁরা ‘নিপীড়িত ও অবহেলিত’।

সাবিরা চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পাবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে জানান, ‘আমি আশাবাদী। দলের জ্যেষ্ঠ নেতারাই আমাকে এখান থেকে নির্বাচনে লড়ার বিষয়ে বাবাকে অনুরোধ করেছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে মিশে আছে।’

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন