হোম > বিশ্ব > পাকিস্তান

বোল্ড আউট ইমরান খান 

শেষ বল পর্যন্ত খেলার ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রিত্ব রক্ষা করতে পারলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে গিয়েছেন তিনি। 

শনিবার দিবাগত রাত ১টার দিকে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাঁর দলের এমপিদের অনুপস্থিতিতেই বিরোধীদের ১৭৪ ভোটে হেরে যান তিনি। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শনিবার রাত ১২টার পর ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের বিপরীতে ভোটাভুটি শুরু। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) এমপি আয়াজ সাদিক অধিবেশনের সভাপতিত্ব করেন। তবে অধিবেশন শুরুর আগেই ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের এমপিরা ওয়াক আউট করেন।

এর আগে, দলের প্রতি আনুগত্য বজায় রেখে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন আসাদ কায়সার ও কাসিম সুরি। শনিবার দিনভর নানা নাটকীয়তার পর গভীর রাতে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন বেশ কয়েক দফা মুলতবি করা হয়।

এদিকে পাকিস্তানের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। হাইকোর্ট দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্গঠন করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণ করতে যে নির্দেশ দিয়েছে তা রিভিউ করতেই এই পিটিশন দায়ের করা হয়। এই পিটিশনের ফলাফল এখনো আসেনি। তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না কি ঘটতে যাচ্ছে দেশটিতে।

পাকিস্তান সম্পর্কিত পড়ুন:

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন