হোম > বিশ্ব > পাকিস্তান

সীমান্তে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

পাকিস্তানের সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলায় চার সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, পাকিস্তান–ইরান সীমান্তে বেলুচিস্তানের কেচ জেলার কালগাই সেক্টরে এ হামলা হয়। 

পাকিস্তানে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার একটি সন্ত্রাসী গ্রুপ সীমান্তে ইরানের ভূখণ্ড থেকে সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায়। এতে চারজন সেনা সদস্য গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। 

আইএসপিআর থেকে আরও বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তাঁদের সীমান্তে সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গভীর শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সন্ত্রাসবাদ দমনে তাঁর দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন। 

এর আগে গত জানুয়ারিতে পাকিস্তান–ইরান সীমান্তে বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় সন্ত্রাসী হামলায় চারজন নিরাপত্তাকর্মী নিহত হন।

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ